নগরীর আগ্রাবাদে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট গত মঙ্গলবার রাতে সম্পন্ন হয়। এতে মোট ৩টি দল অংশগ্রহণ করে। ফাইনালে নাঈম–নিয়ন ও রিদুয়ান–শহিদ জুটি হাড্ডাহাড্ডি লড়াই করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়লাভ করে নাঈম– নিয়ন জুটি।
টুর্নামেন্টের অপর জুটি ছিল কুতুব–আজাদ জুটি।












