নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় মেরিডিয়ান চিপস বিজয় দিবস অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ২৯তম আসরে অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রতিনিধি সভা গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাবেক ক্রিকেটার ও সিজেকেএস কাউন্সিলর সোশ্যাল ইসলামী ব্যাংক লিঃ শাখার ম্যানেজার তৌফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাব সাধারণ সম্পাদক এরফানুল ইসলাম লাবুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কৃতি ক্রিকেটার আবুল হাশেম রাজা। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির ভাইস- চেয়ারম্যান যাহেদুর রহমান। আবেদন করা ৩২ টি দলের মধ্যে ১৮ টি দলকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। খেলার বাইলজ ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ ফারুক টিটু ও যুগ্ম সম্পাদক সাইফুর রহমান সামু। ক্লাব প্রতিনিধি দলের পক্ষে মতামত ব্যক্ত করেন চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির শাহ মাহফুজুর রহমান পল্লব, উদীয়মান ক্রিকেট একাডেমির ফিরোজ খান, পটিয়া ক্রিকেট একাডেমির মুহাম্মদ শাহরিয়ার শাহজাহান। নাসিরাবাদ স্পোর্টিং ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম দীপু, কফিল উদ্দিন, আইনুল কবির জিতু প্রমুখ।