বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় এক হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে এক হাজার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী দক্ষিণ রাজানগর সোনারগাঁও পূর্ব রাজানগর সরকারি স্কুল প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিমের নেতৃত্বে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের প্রায় ৩০ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু রোগ, বাত-ব্যথা, অর্থোপেডিক্স, চক্ষু, চর্ম ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ এটিএম রেজাউল করিম, আলমশাহপাড়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম, মাওলানা হাসান মুরাদ, অধ্যাপক গফুর আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গাড়ি চাপায় মহাসড়কে প্রাণ গেল যুবকের