নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব আয়োজিত মেরিডিয়ান ফুডস বিজয় দিবস অনুর্ধ্ব-১৫ ক্রিকেট লিগ এর গতকালের খেলায় পটিয়া ক্রিকেট একাডেমি ৮ উইকেটে উদীয়মান ক্রিকেট একাডেমি (বি) কে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করে উদীয়মান ক্রিকেট একাডেমি (বি) নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রান করে। দলের পক্ষে ৪২ রান করেন তাসান এবং অতিরিক্ত থেকে আসে ৩৬ রান। পটিয়া ক্রিকেট একাডেমির ওয়ালিদ ১৩ রান দিয়ে ২টি উইকেট লাভ করে। ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পটিয়া ক্রিকেট একাডেমি ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের পক্ষে আব্দুল্লাহ ৪১ এবং অংকন ৪৪ রান করে অপরাজিত থাকে। উদীয়মান ক্রিকেট একাডেমি (বি) এর পক্ষে আরজু ১৮ রান দিয়ে ১টি উইকেট লাভ করে। পটিয়া ক্রিকেট একাডেমির অংকন ম্যাচ সেরা নির্ববচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সৃষ্টি কালচার এর সভাপতি লায়ন উম্মে হাবিবা আখিঁ।