মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক টেলিফিল্ম ‘ভাইয়া’। ১৯৭১ সালের যশোরে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে মাসুদ আহেমদ লিখেছিলেন ছোট গল্প ‘ভাইয়া’। সেই গল্পটাই নাট্যরূপ দিলেন সৈয়দ মহিদুর রহমান। একটি গ্রাম আরো কয়েকজন মানুষের গল্প নিয়েই ‘ভাইয়া’ আবেগকে পাশে রেখে অনেকটাই গল্প বলতে চেয়েছেন পরিচালক। তবে একাত্তর শুধু যুদ্ধের গল্প না, একটি প্রেমের গল্পও। যে প্রেম অসমাপ্ত, অসমাপ্ত যুদ্ধের পাওনাও…। অরিন্দম মুখার্জী বিংকুর প্রযোজনা ও পরিচালনায় ‘টর্চার সেল’ ‘টেলিফিল্মটি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে পরিচালিত হবে। চট্টগ্রামের থিয়েটার কর্মীদের নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘ভাইয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুচরিত চৌধুরী, তৌহিদ হাসান ইকবাল, মোরশেদুল ইসলাম, মফিজুর রহমান, ধীমান দাশ, মোহাম্মদ ফোরকান,নাসির হোসাইন, জিয়াউল রহমান, প্রকৃত রঞ্জন দাস, নূর মুহাম্মদ ও অর্পা দাস। বিশেষ সহযোগিতায় ছিলেন আনিসুজ্জামান শামীম ও আহাদ চিত্রগ্রহণে রায়হান, আলো প্রক্ষেপণে আলী বশির, মেকআপ মিন্টু। সার্বিক তত্ত্বাবধানে নিতাই কুমার ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।