বিজয় দিবসের আলোচনা সভা

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

চরণদ্বীপ রজভীয়া ফাযিল মাদ্রাসা : মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অধ্যক্ষ মুহাম্মদ শোয়াইব রেজার সভাপতিত্বে ও জিল্লুর রহমান হাবিবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক শাব্বির আহমদ, মোহাম্মদ দেলোয়ারুল ইসলাম, এনামুল হক, মঈনুদ্দীন মোহাম্মদ ওসমান, প্রভাষক জান্নাতু নাঈম লীনা, মুহাম্মদ জামাল উদীন জাইতুন নিছা, মুহাম্মদ আবদুর রহীম, মুহাম্মাদ মিসবাহ উদ্দিন, কে, এম, জহির উদ্দীন, মুহাম্মদ বোরহান উদ্দীন, মাস্টার জয়নাল আবেদীন, মাস্টার আবুল কালাম আজাদ, জয়শ্রী দত্ত, মোহাম্মদ শাহ আলম, ফারজানা সেহেলী, শারাবান তহুরা, নুর মোহাম্মদ, মুহাম্মদ আবুল হোসাইন, নাঈম উদ্দিন প্রমুখ।

এপেক্স বাংলাদেশ জেলা: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা৩ এর উদ্যোগে মহান বিজয় দিবস গত মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা৩ এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, এপেক্স বাংলাদেশের সার্জেন্ট অ্যাট আর্মস মোহাম্মদ জাহিদুল ইসলাম তুষার, ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী, মো. আবু সাঈদ তালুকদার খোকন, রুবেল হোসেন নীল, জাবেদুল ইসলাম, মো. রাশেদ, সৈয়দা আফিয়াত, সৈয়দা নাজিয়াত, সৈয়দা জোহানাত, খাইরুল ইসলাম প্রমুখ। জেলা গভর্নর বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই এপেক্স বাংলাদেশ সমাজ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম দক্ষিণ জেলা : বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসন কর্মসূচি পালন করা হয়। রাস্তা সংকীর্ণ হওয়ায় সরকারি ছুটির দিনে এ এলাকায় পর্যটকদের ভীষণ যানজটে দুর্ভোগ পোহাতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আরিফুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ শাওনের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে এই কাজ করেন। এতে উপস্থিত ছিলেন শাহারিয়ার হোসেন, মোঃ কায়সার, শাহীন শাহ্‌, আমিনুল হক, কাশেম, দিদার, নুরউদ্দিন, জুয়েল, সাজ্জাদ, ইয়াসিন, নিকু, বাপ্পি, জহির, মাজহারুল, ওসমান, শাহেদ, আবরার, সুমন, আদনান, আবরার চৌধুরী, রাকিব, জারিফ, সোহেল। আগামীতেও তারা জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধআলোর দিশার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা
পরবর্তী নিবন্ধন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে আলোচনা সভা