বিজয় কাপ হকি টুর্নামেন্টে পদাতিক ক্লাব চ্যাম্পিয়ন

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ১১তম আসরে শিরোপা জিতেছে পদাতিক ক্লাব। গতকাল রোববার মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮১ গোলের বড় ব্যবধানে তমাল চৌধুরী স্মৃতি একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে অনিক হ্যাট্রিকসহ ৪টি, রাজিব ২টি,রকি ও রফিক ১টি করে গোল করে। তমাল চৌধুরী স্মৃতি একাদশের পক্ষে দ্বীপ ১টি গোল পরিশোধ করে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয় আদিত্য তালুকদার (কোতোয়ালী কিংস্‌, ৭গোল), সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দ্বীপ দাশ (টিসি এস)। ম্যাচের আম্পায়ার ছিলেন আনিসুর রশিদ, খালেদ মাহমুদ। খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ্‌ কোচ মহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির ভাইস চেয়ারম্যান নুর হোসাইন। তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন। বিশেষ অতিথি হকি কেন্দ্র অভিভাবক প্রতিনিধি বিজয় বড়ুয়া বাপ্পা রানার্স আপ ট্রফি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হকি কেন্দ্র পরিচালনা বোর্ড সদস্য মোশফেকুর রহমান আরমান। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী আসাদুর রহমান, কামরুল হাসান সোহেল, শাহনেওয়াজ মিঠু, নাজিম উদ্দিন চৌধুরী, আহনাফ রহমান এবং তানজিম হাসান ফারদিন।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবলের সেমিফাইনালে এস কে স্পোর্টিং ও রেজা এফসি
পরবর্তী নিবন্ধভারতে ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা