বিজয় কাপ হকি টুর্নামেন্টে টি.সি.এস একাদশের জয়

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ২য় ম্যাচে চমৎকার নৈপুণ্য দেখিয়ে তমাল চৌধুরী স্মৃতি একাদশ ৩০ গোলে কোতোয়ালী কিংসকে পরাজিত করে। গতকাল চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের একমাত্র খেলায় বিজয়ী দলের পক্ষে জিহাদ, জেভিয়ার ও আরাফাত ১টি করে গোল করে। পক্ষান্তরে কোতোয়ালী কিংস্‌ পাল্টা আক্রমণ খেলে তবে বেশ ক’টি গোলের সুযোগ নষ্ট করে। খেলা পরিচালনা করেন আম্পায়ার মহসিনুল হক চৌধুরী, নিলেশ বৈদ্য। আজকের খেলা: নাসিরাবাদ ইয়ংস বনাম কতোয়ালী কিংস (দুপুর ২:৩০টা)

পূর্ববর্তী নিবন্ধএকটি অপশক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে
পরবর্তী নিবন্ধবিসিবির প্রথম আঞ্চলিক কার্যালয় হচ্ছে সিলেটে