বিজয় কাপ হকি টুর্নামেন্টের ফলাফল

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৩১ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকি টুর্নামেন্টে গতকাল দিনের প্রথম ম্যাচে রকি দাশের হ্যাট্রিকে পদাতিক ক্লাব ৩-০ গোলে মেহেদীবাগ ক্রীড়া চক্রকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে অনিকেত ক্লাব ৮-১ গোলের ব্যবধানে নাসিরাবাদ ইয়ংসকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধঈছা দুলাল ও দেলোয়ার স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে শোভন ক্লাব
পরবর্তী নিবন্ধফ্রান্সেও শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন