হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তমাল চৌধুরী স্মৃতি সংঘ একাদশ। গতকাল ৬ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তমাল চৌধুরী স্মৃতি সংঘ একাদশ ৩–২ গোলে নাসিরাবাদ ইয়ংস্কে পরাজিত করে। চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের শেষ খেলায় শুরুতে দু’গোলে পিছিয়ে পড়েও অব্যাহত আক্রমণ শাণিয়ে জয় ছিনিয়ে নেয় তারা। বিজয়ী দলের পক্ষে আরবি আরাফাত ২টি ও দ্বীপ ১টি করে গোল করে। পক্ষান্তরে নাসিরাবাদের পক্ষে জেকসন একাই ২টি গোল পরিশোধ করে। আর এ জয়ের ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে ফাইনালে উত্তীর্ণ হয় তমাল চৌধুরী স্মৃতি সংঘ একাদশ। অপরদিকে সমসংখ্যক খেলায় সমান ৩ পয়েন্ট ও গোল গড়ে সমতা থাকায় পদাতিক–কোতোয়ালী কিংস ফাইনালে উঠার লড়াইয়ে প্লে–অফ ম্যাচে খেলবে। গতকাল ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, অণ্বেষ চৌধুরী। বিজয় কাপ হকি টুর্নামেন্টে শুক্রবার পর্যন্ত বিরতি থাকবে।












