বিজয় কাপ হকিতে নাসিরাবাদের জয়

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ৩য় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাসিরাবাদ ইয়ংস ৪৩ গোলে কোতোয়ালী কিংস্‌কে পরাজিত করে। গতকাল শনিবার চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের একমাত্র খেলায় বিজয়ী দলের পক্ষে অধিনায়ক কাওসার ৩টি গোল করে হ্যাট্রিক অর্জন করেন। রাকিব ১টি করে গোল করেন। অন্যদিকে কোতোয়ালী কিংসের পক্ষে আদিত্য ২টি ও রোহান ১টি গোল পরিশোধ করে। ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, অন্বেষ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধমুখ খুললেন মোস্তাফিজ ‘ছেড়ে দিলে আর কী করা!’
পরবর্তী নিবন্ধফরিদ, ডলু, হাটহাজারী ও রামপুরের জয়