বিজয় কাপ হকিতে জয় পেল সি.পি.আর

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাসিরাবাদ ইয়ংসকে ৩১ গোলে হারিয়ে জয় পেয়েছে সি.পি.আর।

বিজয়ী দলের পক্ষে ইমাজ ২টি, ইলিয়াছ ১টি গোল করে। অপরদিকে নাসিরাবাদ ইয়ংস্‌ের পক্ষে রাজিব ১টি গোল করে। ৩ খেলা শেষে ৩ পয়েন্ট অর্জন করে সি.পি.আর। নাসিরাবাদ ইয়ংস্‌ কোন পয়েন্ট পায়নি। আজ ফাইনালে খেলবে পদাতিক এবং চিটাগাং এলিফ্যান্ট (বিকেল৩টা)

পূর্ববর্তী নিবন্ধপোপাদিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধফাইনালে বাদশা মিয়া স্মৃতি ও জেডিসি