হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ৫ম ম্যাচে আদিত্যের হ্যাট্রিকে বড় জয় পেয়েছে কোতোয়ালী কিংস। গতকাল ৫ জানুয়ারি চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের একমাত্র খেলায় প্রাপ্ত গোলের সুযোগ কাজে লাগিয়ে কোতোয়ালী কিংস ৫–১ গোলে পদাতিককে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আদিত্য ৩টি গোল করে হ্যাট্রিক লাভ করেন। সাজ্জাদ ২টি গোল করেন। পক্ষান্তরে পদাতিকের পক্ষে রাজিব একটি গোল পরিশোধ করে। আর এ জয়ের ফলে তিন ম্যাচ শেষে কোতোয়ালী কিংস্, পদাতিক সমান ৩ পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্ভাবনা জিইয়ে রাখলো। গতকাল ম্যাচের আম্পায়ার ছিলেন মহসিনুল হক চৌধুরী, অণ্বেষ চৌধুরী। আজ মঙ্গলবার বেলা ২:৩০টায় নাসিরাবাদ ইয়ংস বনাম তমাল চৌধুরী স্মৃতি একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।










