বিজয় এলো

শর্মি বড়ুয়া | রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

লাল সবুজের বিজয় নিশান

মুক্ত আকাশ জুড়ে

প্রাণের দামে বিজয় এলো

বাংলা মায়ের ঘরে।

বিজয় গর্বে গর্বিত বাংলা

রক্তে লেখা গাথায়।

স্বর্ণাক্ষরে হলো লেখা

ইতিহাসের পাতায়।

বিজয় এলো বীর সেনাদের

নয় মাসেরই সংগ্রামে।

বিজয় এলো বীরঙ্গনার

ইজ্জতেই দামে।

অবশেষে আসলো বিজয়

স্বাধীন হলো দেশ,

স্বাধীন দেশের সব মানুষের

নেইতো খুশির শেষ।

পূর্ববর্তী নিবন্ধদেশের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে