কত যন্ত্রণা কত হাহাকার
লুকিয়ে মনের ঘরে
কত লাঞ্ছনা সহ্য করেছি
সেই সে একাত্তরে।
কত মা’র চোখ হয়ে গেছে নদী
হৃদয় শুকিয়ে কাঠ
বাস্তু হারিয়ে খা-খা মরুভূমি
গাঁও পাড়া তল্লাট।
আকাশের বুকে শকুনের চোখ
খুঁজেছে বাঙালি লাশ
রক্ত সাগরে ডুবে গিয়েছিলো
আমাদের আশপাশ।
নিরাশার মাঝে আলো জ্বেলে এলো
‘জেগে উঠো’ এই ডাক
নয় মাস পর বিজয়ের হাসি
পৃথিবী তো হতবাক।