বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

| শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৯:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্য, শহীদ মিনার ও স্মৃতিসৌধ স্মরণসহ সকল গুরুত্বপূর্ণ ভবন এবং স্থাপনায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও অপরূপ সাজে ক্যাম্পাস সজ্জিত করা হয়। স্বাধীনতা স্মারক ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এরপর অনুষদের ডিনবৃন্দ, চবি শিক্ষক সমিতি, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, অফিসার সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।

আইআইইউসি: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।

মহানগর বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয়র‌্যালী শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দীন, মো. মিয়া ভোলা, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, ইকবাল চৌধুরী, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।

পোর্ট সিটি ইউনিভার্সিটি : পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, অধ্যাপক ড. মো. ফসিউল আলম, অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, মোহাম্মদ ইউনুস, মো. ওবায়দুর রহমান, মো. সেলিম হোসেন, এস এম ওসমান গনি, মিসেস তৌফিকা আমরিন, আতাউস সামাদ রাজু ও রাজু চক্রবর্তী। এছাড়া এদিন ‘লাল সবুজের বিজয়’ শীর্ষক দেয়ালিকা প্রকাশ করা হয়।

বাগীশ্বরী সংগীতালয় : সাংস্কৃতিক সংগঠন বাগীশ্বরী সংগীতালয়ের উদ্যোগে চট্টগ্রাম শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ টিভি ও বেতার শিল্পী রিষু তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক যীশু সেন, প্রিয়তোষ নাথ, মৌমিতা বিশ্বাস, দেবারতি বিশ্বাস, পুষ্পিতা চৌধুরী, রূম্পা চৌধুরী, অভিষেক দাশ, রক্তিম ধর, অর্ণব চৌধুরী, বর্ষা দেবী, সুইটি বর্মন, জুলি চৌধুরী, অর্ঘ্য দাশ, রতন চৌধুরী, রাত্রি ধর, আরাধ্যা চক্রবর্তী ও অয়ন চক্রবর্তী প্রমুখ।

চট্টগ্রাম মডেল পাবলিক স্কুল : বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম মডেল পাবলিক স্কুল এবং পলেন গ্রামার স্কুলের উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে ভোরে জাতীয় পতাকাল উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টিংকু বড়ুয়া, শিক্ষা সচিব অধ্যাপক টিপলু বড়ুয়া, সেক্রেটারি শিক্ষক রাজীব চৌধুরী, প্রধান শিক্ষক শিল্পী রায় ও শিক্ষকবৃন্দ।

মোস্তফা-হাকিম ফাউন্ডেশন : আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের সহযোগিতায় কলেজ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সাথে মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা, গৃহহীনদের গৃহ প্রদান ও মোস্তফা-হাকিম কলেজের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম দিদারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির, সুলতান আহাম্মদ, মোহাম্মদ লোকমান আলী, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম।

পূর্ববর্তী নিবন্ধকালোত্তীর্ণ রোকেয়া
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর হত্যাকারীদের জান্নাত চেয়ে আ. লীগ নেতার মোনাজাত (ভিডিও সহ)