মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে উদীচী চট্টগ্রাম। নগরীর চেরাগি পাহাড় এলাকায় নন্দন চত্বরে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হবে। তিনদিনের আয়োজনে রয়েছে গান, আবৃত্তি, গণসঙ্গীত, নৃত্য ও আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।
১৬ ডিসেম্বর সকাল থেকে চেরাগি চত্বরে ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র’ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকেলে বিজয়মঞ্চে দেশের গান ও গণসঙ্গীত পরিবেশন করা হবে। তিনদিনের আয়োজনে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদজায়া বেগম মুশতারী শফী এবং সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।