বিজয়ের মাসে নগর বিএনপির তিন দিনের কর্মসূচি ঘোষণা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:০১ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নগর বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর বিকাল ৩ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, ১৫ ডিসেম্বর বিকাল ৫ টায় ষোলশহর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন এবং ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় দলীয় কার্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা ও বিজয় র‌্যালি। এছাড়া ১৬ ডিসেম্বর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। গতকাল শনিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগঠনটির প্রস্ততি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদত হোসেন বলেন, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেই আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা আজকে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এই দেশে আজ মানুষের কোনো অধিকার নেই, ভোটের অধিকার নেই। সভায় নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বাংলাদেশকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেন, আজকে দেশের ভয়াবহ অবস্থা থেকে জাতিকে বের করে আনতে হবে। আমাদেরকে তৈরি হতে হবে।
মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ আজিজ, মিয়া ভোলা, হারুন জামান, শফিকুর রহমান স্বপন, মাহবুবুল আলম, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক শাহ আলম, ইসকান্দার মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবুল হাশেম, মনজুর আলম মনজু, আনোয়ার হোসন লিপু, মনজুর আলম চৌধুরী মনজু, মো. কামরুল ইসলাম, শাহ আলম, আইয়ুব আলী, নুরুল আকতার, মনোয়ারা বেগম মনি, নরুল আকবর কাজল, আবদুল নবী প্রিন্স, অধ্যাপক জন্টু বড়ুয়া, আবদুল বাতেন, শেখ নুরউল্লাহ বাহার, হানিফ সওদাগর, সেকান্দর, আবদুল্লা আল হারুন, একেএম পেয়ারু, আবদুল হালিম শ্বপন, ইকবাল হোসেন, ইদ্রিস আলী, আবু মুছা, মোস্তাফিজুর রহমান বুলু, আবদুল হাই, আলী আজম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএকদিনের ব্যবধানে মৃত্যু প্রায় দ্বিগুণ
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু নিয়ে প্রশ্নকারীরা কি লজ্জা পেয়েছে