বিজয়ের মাসের পূর্বে সকল প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার দাবি

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

সদরঘাট কালীবাড়ি মোড় ও নিউ মার্কেটের সামনে গতকাল দুটি পথসভায় বক্তারা বলেন, আগামী ডিসেম্বর মাসের পূর্বে সংবিধান, আদালতের নির্দেশ মেনে বাংলায় নামফলক লিখতে হবে। বীর মুক্তিযোদ্বা ডা. এ কে এম মঈনুদ্দীন খানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষক, লেখক ডা. মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন বিপ্লবী তারেস্বর পরিষদের সভাপতি প্রকোশলী সিঞ্চন ভৌমিক, বাংলা প্রচলন উদ্যোগের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা কাজী রাজেস ইমরান, সাংবাদিক রোকন উদ্দিন, প্রজন্ম চট্টগ্রামের চৌধুরী জসিমুল হক, আমরা মোহামেডানের মুহাম্মদ আবদুর সবুর, ক্যাবের জানে আলম, চট্টগ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের ডা. আর কে রুবেল, সংগীতকার নারায়ন দাশ, এনামুল হক, ছাত্রনেতা মো. কাইছার উদ্দিন, আশফাক উদ্দিন জারিফ। সঞ্চালনায় ছিলেন টিভি আবৃতি শিল্পী দিলরুবা খানম ছুটি।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে রাঙ্গুনিয়ায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধনির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে