ডিসেম্বর এলো
বিজয়ের মাস হলো শুরু
ন’মাসের মহান মুক্তিযুদ্ধে ঝরে গেলো কত অমূল্য প্রাণ
পাকিস্তানি ও এদেশীয় রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধে
জনযুদ্ধে সবকিছু হলো ছাই ও মৃত্যুপুরী
তবুও স্বাধীনতা পেলাম
বিজয় পেলাম
নতুন লাল – সবুজ পতাকা ও মানচিত্রে বাংলাদেশ
অযুত নিযুত প্রাণের বিনিময়ে
এই দেশ মোদের ‘মা’
পঞ্চাশ বছর পরেও আজো দেখি বিভাজন, উগ্রবাদ ও সামপ্রদায়িকতা
সহনশীলতা ও ধর্মনিরপেক্ষতার নীতি আজ উধাও
শহীদদের আত্মা গুমরে কাঁদে
এই কী তাদের রক্তের দাম!
আশাহত নই
চেতনার বহ্নিশিখা উদয় হোক সবার মনে
এই হোক প্রত্যয়।