সূর্যের কালো চোখে
শকুনেরা আজ নতুন করে বিপনি বিতান খুলেছে
দেদারসে বিক্রি হচ্ছে মিথ্যে আকাশের দেহ
এইতো সময়,
অপ্রিয় শব্দে মুদ্রিত বইয়ের পাতায় যুদ্ধদিনের ছবি আঁকার।
সম্ভ্রম হারিয়ে এই বাংলার ঘাসেরাও একদিন কেঁদেছিল
নিরাপদ শীতের আশায়।
রঙিন সুতোর অবয়বে অবশেষে শিশিরেরা এসেছিল
মুক্তির মহাকাব্যিক দূত হয়ে।
রক্তের জবাব তারাও দিয়েছিল হানাদার শত্রুর লাশে
মনানন্দে তাই বিজয়ের পতাকা ওড়ায়
ইতিহাসের দুখী নূপুর।
মাটিসোঁদা হৃদয়ের গভীরে ডিসেম্বর এখন
বাঙালির চিরজাগ্রত এক মহাযৌবন।










