বিজয়ের দেশ বাংলাদেশ

বিবি ফাতেমা | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বিজয়ের দেশ গৌরবের উজ্জ্বল বাংলাদেশ
সোনালি মাঠে কৃষকের উৎসবের সমাবেশ,
১৬ ডিসেম্বর মানেই রক্তিম হাসি
জয়বাংলা মুখরিত বিজয়ের শ্লোগান ভালোবাসি।

লাল সবুজে পতাকায় ঘেরা বিজয়ের নিশান
শত অন্যায়ের প্রতিহত রূপ প্রতিবাদী ঐক্যতান,
বিজয়ের ঘরে ঘরে মিলছে আনন্দের জোয়ার
উত্তাল বাংলা যেন আজ জাগ্রত জনতার।

অকুতোভয় বঙ্গবন্ধু প্রীতি আদর্শে মুক্তচিত্ত
বজ্রকন্ঠে দিশারী তিনি স্বাধীনতার পরম দীপ্ত,
মুক্তিসেনার মুক্তপ্রেম স্বাধীন পাখির প্রত্যাশা
বিজয়ের প্রেমে উজ্জীবিত প্রিয় জনতার ভালোবাসা।

বিজয় মানে বীর শহীদদের স্মৃতি
জয় নিয়ে লিখা কবিতা আর গীতি,
৩০ লক্ষ মা বোনের বিনিময়
বিজয় দিবসে ঘটেছে বাংলাদেশের অভ্যুদয়।

বীরবিক্রম পরিচয়ে বাঙালির রয়েছে বিশ্বচেনা
শহীদি প্রাণের দামে, বাংলা রক্তের কেনা,
মহান বিজয় দিবস বাঙালির অহংকার
আজীবন রবে সমুন্নত, হোক আমাদের অঙ্গীকার।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের আনন্দে উদ্বেলিত মন
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ করতে হবে