বিজয়ের দিন

নার্গিস আক্তার | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

বছর ঘুরে এলো বিজয়

১৬ই ডিসেম্বর তার নাম।

লাল সবুজের রক্তাক্ত

বিজয় নিশান তার নাম।

বিজয় দিবস এলে পরে

শহীদদের স্মরণে

শহীদ মিনারের পদতলে

ফুল দেয় স্মরণে।

বিজয়ের পতাকা উড়ে

আকাশে বাতাসে

আনন্দ উল্লাসে গান গায়

ভেসে যায় বাতাসে।

বীর শহীদদের স্মরণ করে

আমার বাংলাদেশ

নদী নালা খাল বিল শহীদ

রক্তে কিনা দেশ।

পূর্ববর্তী নিবন্ধএকাত্তরের বৃষ্টি
পরবর্তী নিবন্ধদীপুটা