মুক্ত আমি, স্বাধীন আমি; নই আমি আর পরাধীন
আমার চোখের সামনে এখন শিউলি-বকুল ঝরা দিন
বইছে হাওয়া ফুরফুরে এই তুলছে গায়ে শিহরণ
কেমন করে বুঝাই আমার আজ হয়েছে কী হরণ
সূর্যি ওঠা সকালবেলার রোদটা যে বেশ চনমনে
ভাল্লাগা এক আবেশ আমার তুললো কী গুঞ্জন মনে
পাখ-পাখালির কণ্ঠে শুনি কী এক সুরের মূর্চ্ছনা
কেউ কি এখন আমার মতো বন্ধুরা আজ ঘুরছো না
আজকে আমার অনেক খুশি বেরিয়ে গেছি ঘর থেকে
ডাকছে যখন আলোর সকাল চাইবে তখন পড়তে কে
আজকে আমার মন ভালো খুব যা-ই সে বলুক নিন্দুকে
হাসছে দেখি ঘাসের ডগায় স্বচ্ছ শিশির বিন্দুকে
চুপটি এসে পাতার ঠোঁটে রোদ দিয়ে যায় চুম এঁকে
জাগলো সাড়া সবখানে তাই থাকবে বিভোর ঘুমে কে?
নেই কারো আজ মান- অভিমান একবিন্দু বিসর্গ
মন ছুঁয়েছে আজকে আমার স্নিগ্ধ সবুজ নিসর্গ
কাজ করে তাই দেশের প্রতি একটা বিশেষ টান-অন্ধ
আজকে আমার মনের ভেতর অনেক বিজয়ানন্দ ।