একাত্তরের ডিসেম্বরে
ফুল পাখিদের ফুটলো হাসি
বিজয় সুখে সাগর বুকে
ঢেউ জেগেছে রাশি রাশি।
গাইলো মাঝি মনের সুখে
ভাটিয়ালী আর ভাওয়াইয়া
পাল তুলে সে উজান টানে
চলছে জোরে নাও বাইয়া।
ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী
আর ছাত্র জনতা মিলে
দীর্ঘ নয়মাস যুদ্ধ শেষে
বিজয় নিশান এনেছিলে।
নয়তো কারো একার বিজয়
নয়তো কারো একার দাবি
অনেক কষ্টে অনেক ত্যাগে
বিজয় সবার সুখের চাবি।
বিজয়ের এই দিনে আমরা
করছি স্মরণ তাদেরই ঋণ
জীবন দিয়ে আনলো যারা
আমাদের এই সোনালি দিন।