বিজয়ের আনন্দে উদ্বেলিত মন

কোহিনুর শাকি | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার আকাশে রক্ত লাল সূর্য স্বাধীনতার অপরূপ স্বপ্নমাখা সুখ যারা ছিনিয়ে এনেছে সেই সব বীর সেনাদের মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাবনত লক্ষ কোটি বাঙালি। মনের ভেতর গৌরব গাথার অমর এক স্মৃতি জেগে ওঠে যেখানে ত্যাগ আর বিসর্জনের শোক গাথাও একাকার হয়ে মিশে আছে।

বিজয়ের আনন্দে উদ্বেলিত মনে যেন প্রিয়জন হারানোর কাতর চিৎকার, মা বোনের করুন পরিনতি, শত শহীদের কাফনের রক্তাক্ত ইতিহাস চির ভাস্বর হয়ে আছে।

তাই তো বিজয়ের মাসে বাঙালি কাঁদে, মুক্ত আকাশে স্বাধীন পতাকা দেখে পরম সুখে হাসে, বিজয় জোয়ারে ভাসে, শক্তি আর অসীম সাহসী যোদ্ধাদের স্মৃতি বিজড়িত অনির্বাণ শিখায় শ্রদ্ধার পুস্প মাল্য দেয়, অজ তাই দৃঢ় প্রতিজ্ঞ আমি হে স্বদেশ তোমাকে অক্ষত রাখার মানসে সবাই মিলে গড়বো সোনার এই বাংলা।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের এই দিনে
পরবর্তী নিবন্ধবিজয়ের দেশ বাংলাদেশ