চট্টগ্রাম–১০ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি বিজয়ী হলে স্বাধীনতা এবং গণতন্ত্রের প্রতীক নৌকা বিজয়ী হবে। আমি বিজয়ী হলে আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে–দুখে সব সময় পাশে থাকবো। আপনাদের (জনগণের) কাছে এসে আশা ও আকাঙ্ক্ষার কথা শুনবো। সেই আকাঙ্ক্ষা পূরণে আমি সচেষ্ট। যদি ব্যর্থ হই, তার দায় ভার আমি নিজে গ্রহণ করবো। গতকাল রোববার দুপুরে ১২নং সরাইপাড়া ওয়ার্ডের কাঁচারাস্তার মাথা থেকে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এই উপ–নির্বাচনে যাতে দলীয় নেতা–কর্মীরা নিজেদের রাজনীতিক দায়বদ্ধতায় নিবেদিত হতে পারেন সেটাই আমাদের কাছে বড় কাম্য। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়েছেন মো. মহিউদ্দিন বাচ্চুকে। তিনি দলের তৃণমূল স্তরের ত্যাগী ও পরীক্ষিত নেতা। তার বিজয় তৃণমূল স্তরের নেতাকর্মীদের বিজয়।
তিনি আরো বলেন, আমরা এও জানি, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবেই। এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে মোকাবেলা করার শক্তি আমাদের আছে।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, নির্বাহী সদস্য ড. নিছার উদ্দীন মঞ্জু, পাহাড়তলী থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আসলাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাবের আহমদ সওদাগর, সওকত আলী, লুৎফুল হক খুশী প্রমুখ।