বিজয়কেতনের খাদ্য সামগ্রী বিতরণ

| বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:১৭ পূর্বাহ্ণ

বিজয়কেতন সংগঠনটি ২০১৫ সাল হতে আর্তমানবতার সেবায় বিভিন্ন কাজ করে আসছে। করোনা মহামারীতে গত বছর হতে এ পর্যন্ত সংগঠনটি নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করেছে, যা সত্যিই প্রশংসনীয়। পাশাপাশি তারা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অবৈতনিক ও সকল সুবিধাসম্পন্ন একটি স্কুল বিজয়কেতন বিদ্যানিকেতন পরিচালনা করছে। করোনার লকডাউনে এ স্কুলের অবহেলিত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের অভিভাবকের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, এমন কর্মকান্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তাই বিত্তশালীদের যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশ দাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
গত মঙ্গলবার শুলকবহর ওয়ার্ডের তুলাতলি এলাকায় সামাজিক সংগঠন বিজয়কেতন স্কুলের অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণকালে অনুষ্ঠানের প্রধান অতিথি কাউন্সিলর মো. মোরশেদ আলম এসব বলেন। বিজয়কেতন সভাপতি নুর নাহার ফুলু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়া দাশ চায়নার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইউএসটিসি’র সহকারী অধ্যাপক এম.এ.হাশেম, সহ-সভাপতি ফরিদা আক্তার, সহ-সম্পাদক কামরুন্নাহার রেখা, সহ-সাংগঠনিক সম্পাদক আনিকা তাসনিম, দপ্তর সম্পাদক শাহীন আক্তার, ক্রীড়া সম্পাদক তানিয়া আক্তার, সদস্য শিল্পী আক্তার, ইসপা সুলতানা রিপু, এ্যানি আক্তার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ৩ হাজার মানুষ পেল মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের ইফতার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪৭ মামলায় সোয়া লাখ টাকা জরিমানা