বিজ্ঞান ভিত্তিক কুরআন চর্চা ঈমান আক্বিদা সূদৃঢ় করবে

মিলাদ মাহফিলে মাওলানা নূরী

| সোমবার , ২১ নভেম্বর, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মামুনুর রশীদ নূরী বলেছেন, আল কুরআন একটি সুমহান গ্রন্থ। জ্ঞান অর্জনের সর্বশ্রেষ্ট উৎস এবং মর্যাদাপূর্ণ জীবনাচরণের কর্মপদ্ধতির গাইড। তিনি বলেন, কুরআনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মানুষ গুলোকে শিরক ও কুসংস্কার থেকে হিদায়তের দিকে ফিরিয়ে আনা।

প্রধান অতিথি আরো বলেন, বিজ্ঞান ভিত্তিক কুরআনের চর্চা মুসলমানদের ঈমান আক্বীদাকে সুদৃঢ় করবে। তিনি চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন কলোনী প্রজন্ম যুব সমাজের উদ্যোগে আয়োজিত মিলাদুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রজন্ম যুব সমাজের আহবায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা কামাল উদ্দিন নূরী। বিশেষ বক্তা ছিলেন মুফতি ইব্রাহীম আনোয়ারী, মাওলানা সাহাব উদ্দিন। বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, হাজী বাদশা, মো. আলাউদ্দিন, মুহাম্মদ ঝন্টু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতাহেরিয়া ছাবেরিয়া মাদ্রাসায় মতবিনিময়
পরবর্তী নিবন্ধঅসহায় মেয়ের বিয়েতে প্রয়াসের আর্থিক অনুদান