বিজ্ঞানের এমন সৃষ্টির প্রয়োজন নেই যা মানবজাতিকে ধ্বংস করে

আইআইইউসির কনফারেন্সে এমপি নদভী

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, বিজ্ঞানের এমন নতুন সৃষ্টির প্রয়োজন নেই যা মানবজাতিকে ধ্বংস করে। মানুষের কল্যাণ হয় এমন বিজ্ঞান প্রয়োজন। গতকাল সোমবার সকালে আইআইইউসির আয়োজনে চারদিনব্যাপী বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের তৃতীয় এবং আইআইইউসির চতুর্দশ ইন্টারন্যাশনাল কনফারেন্সের ভার্চ্যুয়াল সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। এতে সভাপতিত্ব করেন আইআইইউসির উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার প্রফেসর ড. এম কায়কোবাদ, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সাঈদ। আরও বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার আবদুল কাদের মোহাম্মদ মাসুম, প্রফেসর ড. দেলাওয়ার হোসেন ও তানভীর আহসান। এমপি নদভী বলেন, বিজ্ঞান গবেষণায়, নতুন নতুন সৃজনকর্মে মুসলমানরা এখনো অনেক পিছিয়ে রয়েছে।
এ প্রসঙ্গে তিনি ইবনে সিনা, ইবনে খালদুনের নাম উল্লেখ করে বলেন, কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের বিজ্ঞান গবেষণার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। তিনি অদূর ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করবেন বলে ঘোষণা দেন। উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, এই কনফারেন্সে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী গবেষকদের অংশগ্রহণ দেশের গবেষেক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমৃদ্ধ করবে। উপস্থাপিত প্রবন্ধগুলো জাতীয় উন্নয়নে অবদান রাখবে।
বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বৈজ্ঞানিক সৃজনকর্মের প্রয়োজন রয়েছে। কনফারেন্সে ২১টি দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক-প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন। কনফারেন্সে প্রাপ্ত ৪৭০টা প্রবন্ধের মধ্যে ১২০টা প্রবন্ধ উপস্থাপিত হয়। উপস্থাপিত প্রবন্ধগুলোর মধ্যে শ্রেষ্ঠ ৬টিকে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলাশঘরের পাহারাদার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিয়ে বাড়িতে হামলা বরসহ আহত ৬