বিজ্ঞানী জামাল নজরুলের আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান

আহরণ পাঠক সভা

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:৫৪ পূর্বাহ্ণ

আহরণের সাবেক প্রধান পৃষ্ঠপোষক বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৬ মার্চ অনলাইনে আহরণ পাঠক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহরণের প্রবীণ উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক সুলতান সালাহউদ্দিন কাদের। প্রধান অতিথি ছিলেন চুয়েট, রুয়েট ও ইউএসটিসির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

পাঠক সভা সঞ্চালনা করে ৭ম শ্রেণির ছাত্র আকীদ ইকবাল হক। আহরণ প্রসঙ্গ, আহরণ শব্দের অর্থ, আহরণ ঘোষণাপত্র এবং জামাল নজরুল ইসলামের জীবন ও কর্ম বিষয়ে বক্তব্য দেন ফাইরুজ নাওয়ার, ইরফান উদ্দিন মজুমদার ও ফিদা নুজহাত হুদা। ইসমত আরা জাহান মেঘলা জামাল নজরুলের সাথে শৈশব স্মৃতি উপস্থাপন করে।

পাঠক সভায় প্রধান বক্তা ছিলেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ইউজিসি প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী। বক্তব্য দেন চবি পদার্থ বিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রফিকুল ইসলাম, আরসিএমপিএসের সাবেক প্রফেসর ড. কামরুল ইসলাম, চবি গণিত বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফুল ইসলাম, চবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ্বাস প্রমুখ। বক্তারা জামাল নজরুল ইসলামের আদর্শ ও দেশপ্রেমের দৃষ্টান্ত সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাঠক সভার হোস্ট হিসেবে ভূমিকা নেন আইইউসির প্রফেসর ড. আসিফ ইকবাল। সভা প্রযোজনা করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেমিটেন্সের নামে এক ব্যক্তি ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন : এনবিআর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৩ দোকানিকে জরিমানা