মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর রেজাউল করিম গত ৩০ নভেম্বর কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং পরিবর্তিত শিক্ষা কারিকুলামের আলোকে শিক্ষকদের ভূমিকা ও করণীয় বিষয়ে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। চতুর্থ শিল্পবিপ্লবের প্রান্তে এসে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন, বিজ্ঞানমনস্ক, মৌলবাদমুক্ত, উদার মানবতাবাদী ও গণতান্ত্রিক মূল্যবোধসমৃদ্ধ শিক্ষক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, প্রগতিশীল সাংস্কৃতিক বোধসম্পন্ন, দেশপ্রেমিক শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীকে ক্লাসমুখী করে আনন্দময় পরিবেশে আন্তরিকতার সাথে পাঠদানের জন্য তিনি শিক্ষকদের বিভিন্ন দিক–নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাউশির একাডেমিক সুপারভাইজার আশিস বরণ দেব। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূর বানু চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।