সেন্ট প্ল্যাসিডস্ স্কুল এন্ড কলেজে দুদিনব্যাপী সায়েন্স কার্নিভালের (বিজ্ঞান উৎসব) উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উক্ত কার্নিভালে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খাইরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার সব্রত লিও রোজারিও।
স্বাগত বক্তব্যে উপাধ্যক্ষ ব্রাদার চন্দন ম্যানুয়েল গোমেস বলেন, অতিমারী, পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণায়নের মত সমস্যা চলমান বিশ্বে বিরাজমান। আর সমস্যা থাকলে সমাধান আসবেই। বিজ্ঞান চর্চা-ই এ সকল সমস্যা সমাধানের উপায়। জ্ঞানের দিগন্ত বিস্তারে বিজ্ঞান চর্চার অপার সুযোগ আছে। প্রধান অতিথি বলেন, বিবর্তনের মেরুদন্ড বিজ্ঞান। বিজ্ঞানকে কেন্দ্র করেই সভ্যতার প্রসার। অবাধ তথ্যের বিচরণ। তিনি শিক্ষার্থীদের জানান, গবেষণা হতে হবে ভালোবাসা নির্ভর। বিজ্ঞানের প্রতি ভালোবাসা লালন করতে হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, সৃষ্টিকর্তার সৃষ্ট জগত এক অনিন্দ্য সুন্দর ও বিস্ময়। এই বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের স্থবিরতা থেকে মুক্তি দিবে বলে তিনি আশা করেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার আনন্দ ও যৌক্তিকতার উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভনিং বডির সদস্যগণ, বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।