বিজিসি ট্রাস্ট হাসপাতালে চিকিৎসাসেবা পাবেন ফাস্ট সিকিউরিটি ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা

এমওইউ স্বাক্ষর

| বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সাথে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড-এর এমওইউ স্বাক্ষর করা হয়। চন্দনাইশস্থ বিদ্যানগরে গত ১ নভেম্বর এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
এই অনুষ্ঠানে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন ডা. খায়ের উদ্দিন বরকত, পরিচালক (হাসপাতাল), এ.এফ.এম মোদাচ্ছের আলী, ডিজিএম (প্রশাসন)সহ অন্যান্য কর্মকর্তা এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অফিসের পক্ষে উপস্থিত ছিলেন মো. সেলিম উদ্দিন, ব্যবস্থাপক, চন্দনাইশ শাখা, অপারেশন ব্যবস্থাপক মো. আসহাব উদ্দিন সিরাজি, ব্যবস্থাপক চন্দনাইশ সদর উপশাখা ফোরকান উদ্দিন ফারুকী, ব্যবস্থাপক অপারেশন চন্দনাইশ সদর উপশাখা মো. মিজানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধআরেক দফা গ্র্যাচুইটির টাকা পেলেন চসিকের অবসরপ্রাপ্তরা