মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটালের উদ্যোগে বিজিসি ট্রাস্ট প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে হসপিটালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকতের (অব.) নেতৃত্ব্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২১শের প্রত্যুষে কর্মরত চিকিৎসক/ কর্মকর্তা/ নার্স/ টেকনেশিয়ান/ কর্মচারীরা সমবেত হয়ে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে কর্মসূচির সূচনা করেন। এছাড়া ‘বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ’, ‘বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং’ সহ বিজিসি ট্রাস্টের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান শহীদ মিনারে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন হসপিটাল পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.), আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. অর্পন দেবনাথ, এজিএম মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার মো.এরশাদ হোসেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ অফিসার সেলিম উদ্দীন, অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











