বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের ২১ তম ব্যাচের ওরিয়েন্টেশন গত ২৪ চন্দনাইশস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. অরূপ দত্ত। তিনি ছাত্র–ছাত্রীদের পড়াশুনার তাগিদের পাশাপাশি অভিভাবকদের নিজ নিজ সন্তানের ব্যাপারে সচেতন হওয়া এবং সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। এনাটমী বিভাগের লেকচারার ডা. মোহাম্মদ মঈনুদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন হসপিটালের পরিচালক ক্যাপ্টেন ডা. খায়েরউদ্দিন বরকত (অব.), অধ্যাপক ডা. কামরুল হাসান, অধ্যাপক ডা. এলভিন সাহা, অধ্যাপক ডা. ময়নাল হোসেন, সহযোগী অধ্যাপক ডাঃ মুজিবুল হক তালুকদার, সহযোগী অধ্যাপিকা ডা. জান্নাতুল ফেরদৌস, সহকারী অধ্যাপক ডা. মানিক চন্দ্র নাথ, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন। নবাগত ছাত্রছাত্রীদের পক্ষে তহুরা মমতাজ ও বিদেশী ছাত্রছাত্রীদের পক্ষে আথহার মালিক, আনজালি কুমার ও অভিভাবকদের মধ্যে মোহাম্মদ সোহেল, শিল্পী দত্ত ও তাপস মাইতি (ভারত) এবং ২০ তম ব্যাচের ছাত্র আসিক মোস্তাফা সিয়াম, বিদেশী ছাত্রী ইফাত আফরিন প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












