বিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে বিদায় অনুষ্ঠান

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস স্টুডেন্ট সোসাইটির (বিএসএস) বিদায় অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে ফ্রীডম স্কয়ারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) . এস এম শোয়েভ। প্রধান অতিথি বলেন, প্রতিযোগিতামূলক এই বৈশ্বিক যুগে শুধুই চাকরির আশায় অপেক্ষা করে থেকে সফলতা আসে না; বরং নিজেদেরকে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের আসল সম্ভাবনা। এলামনাইদের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ‘এলামনাইরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি। তারা শুধু প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেন না, বরং শিক্ষা, ক্যারিয়ার গাইডলাইন, নেটওয়ার্কিং এবং বিভিন্ন সহযোগিতার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়কে আরও অনেক দূর এগিয়ে নিতে পারেন। তাদের অর্জন,তাদের পরিচিতি এবং তাদের সাফল্য সবকিছুই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ভ্যালুকে বহুগুণে বৃদ্ধি করে। তাই এলামনাইদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক যত দৃঢ় হবে, প্রতিষ্ঠানের উন্নয়ন ততটাই গতিশীল হবে। বিভাগের শিক্ষক নওরীন আফরিনের তত্বাবধানে ও শিক্ষার্থী মুমতাহিনা পিয়া এবং অভিষেক গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার,সহযোগী অধ্যাপক ড. রানা করণ, মো. কামাল উদ্দিন, .মিতা মজুমদার, প্রক্টর ড. মো. সিরাজ মিয়া। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাগর বড়ুয়া। ২য় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনার দায়িত্বে মা ও শিশু হাসপাতাল