ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) উদ্যোগে, ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আয়োজনে ৩ দিনব্যাপী ‘ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশন’ প্রশিক্ষণ কর্মশালা গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াসির সিলমীর সভাপতিত্বে আইকিউএসি কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ। সম্মানিত অতিথি ছিলেন ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশনের প্রকল্প সমন্বয়ক মো. রিয়াজ উদ্দিন খান। প্রধান অতিথি বলেন, ডিজিটাল যুগে তথ্যই শক্তি। কিন্তু সেই তথ্য যদি বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত হয়, তবে তা সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তি–সব ক্ষেত্রেই মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকের বিশ্বে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শুধু অনলাইন বিভ্রান্তি নয়; এটি সামাজিক স্থিতিশীলতা, নির্বাচন, জনস্বাস্থ্য, অর্থনীতি, এমনকি ব্যক্তিগত নিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা যদি শুরু থেকেই ডিজিটাল সিটিজেনশিপ এবং তথ্যসহনশীলতার দক্ষতা অর্জন করতে পারে, তাহলে তারা ভবিষ্যতে সত্য ও নির্ভরযোগ্য তথ্যের একজন দায়িত্বশীল বাহক হিসেবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন তথ্য পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলেও, একইসঙ্গে এগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভুল ও মনগড়া তথ্যের কারণে। একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো সত্য যাচাইয়ের ক্ষমতা। আমাদের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা যদি শুরু থেকেই ডেটা যাচাই, সোর্স অ্যানালাইসিস, ফ্যাক্টুচেকিং এবং ডিজিটাল লিটারেসিতে দক্ষ হয়ে ওঠে, তাহলে তারা শুধু নিজেদের ক্যারিয়ারেই নয়, দেশের সামগ্রিক তথ্যুনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারবে। তিনদিনের কর্মশালায় অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগের প্রভাষক মুহাম্মদ নঈম উদ্দীনসহ ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ লিবারেট আর্টস–এর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সিনিয়র প্রভাষক মাহমুদ উননবী, ফ্যাক্ট ওয়াচ প্লাটফর্মের ফ্যাক্টচেকার রিদওয়ানুল ইসলাম, সিকিউএসের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার আর্দ্রিতা কবির। প্রেস বিজ্ঞপ্তি।









