বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে ইংরেজি বিভাগের ‘সেল ডে’ উদযাপন

| মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ এবং সার্কেল অফ ইংলিশ লিটারেচার এন্ড ল্যাঙ্গুয়েজের আয়োজনে ‘সেল ডে’ উদযাপন বিভাগের চেয়ারম্যান আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এফ. এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ। প্রধান অতিথি বলেন, বিভিন্ন দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, সৃজনশীলতা, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক চেতনাকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। ইংরেজি ভাষা শেখার জন্য শুধু বই পড়া যথেষ্ট নয়; ভাষার গভীরতা উপলব্ধির জন্য প্রয়োজন সাহিত্য, নাটক, শিল্প, সঙ্গীত এবং সৃজনশীল প্রকাশের সমন্বিত চর্চা। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের প্রতিভা লালন ও বিকাশে সহযোগিতা করে এসেছে। সেল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ উন্নয়ন এবং ভাষাভিত্তিক দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে ইংরেজি বিভাগ এ ধরণের আয়োজন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহায়তা থাকবে।

বিভাগের শিক্ষার্থী হাসিন মিজবাহ ও সুমাইয়া শহীদের যৌথ সঞ্চালনায় আহ্বায়ক প্রফেসর শাশ্বতী দাস, বিভাগের সহকারী অধ্যাপক জেবুন নাহার, প্রভাষক ইমরান উদ্দিন চৌধুরী, প্রভাষক জিনুফার ইয়াসমিন, প্রভাষক রাহুল সরকার ও প্রভাষক আকাশ বড়ুয়া উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠানে গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বেধিকা দাস, রানার আপ অত্রি চক্রবর্তী। নৃত্যে চ্যাম্পিয়ন শ্রাবস্তি চৌধুরী এবং রানার আপ তাসপিয়া নাসির মারুফা। আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন শ্রাবন্তী মুতসুদ্দি এবং দ্বিতীয় হন অত্রি চক্রবর্তী। লিটারারি ক্যারেক্টার ইম্পারসনেশনে প্রথম হন আয়শা সালমা রুমা,দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহামিদা হাসান ও ব্রিষ্টি চন্দা এবং তৃতীয় হন রাজেশ্বরী চৌধুরী ও প্রমিত বড়ুয়া। পেইন্টিং প্রতিযোগিতায় আফরোজা খানম চ্যাম্পিয়ন এবং সাদিয়া আফরিন রানার আপ।

এছাড়াও ক্রিয়েটিভ রাইটিংয়ে ছোটগল্প বিভাগে প্রথম রওশন জাহান আইনান ও দ্বিতীয় ফারাহতুন নেসা। কবিতা বিভাগে প্রথম সালমা আলম ও দ্বিতীয় অতুল চক্রবর্তী। চিঠিলেখায় প্রথম তামান্না তাবাসসুম ও দ্বিতীয় মেহরুন নেসা। বুক রিভিউতে প্রথম হন তাহমিনা জান্নাত রিয়া এবং দ্বিতীয় তায়েফ সাদিয়া। ভিডিওগ্রাফিতে চ্যাম্পিয়ন মেহেজাবিন নাজ তানিশা এবং রানার আপ সাদিয়া ইসলাম। ডিজিটাল পোস্টার মেকিংয়ে চ্যাম্পিয়ন সালমা আলম এবং রানার আপ সাইমা সিদ্দিকা এবং জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ লীগ সিজন মেহরুন নেসা চ্যাম্পিয়ন এবং রানার আপ হন তাহমিনা জান্নাত রিয়া। শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক যুক্তিবাদ ও অনুসন্ধিৎসু মন গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬