শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনার বিষয়কে সামনে রেখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি উদ্যোগে এবং এম.এস. সুমান্ত্রার সহযোগিতায় থাইরয়েড ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস. এম. শোয়েভ। ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায়, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সৌমেন চক্রবর্তী এবং এম.এস. সুমান্ত্রার পক্ষে ডা. সাদেকা তৈয়বা, হিউম্যান রিসোর্স বিভাগের সিনিয়ির এক্সিকিউটিভ ইরিন চাকমা, নিঝুম রায়, তুলী চৌধুরী, এক্সিকিউটিভ আনতিকা বিশ্বাস প্রমুখ উপস্থিতি ছিলেন। প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে ক্যান্সার একটি বৈশ্বিক জনস্বাস্থ্য সমস্যা। এর মধ্যে থাইরয়েড ক্যান্সার বিশেষভাবে নারী ও তরুণ প্রজন্মের মধ্যে দ্রুত বাড়ছে। এ ধরনের রোগ সম্পর্কে প্রাথমিক ধারণা, সঠিক জীবনধারা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং এটি একটি মানবিক ও সচেতন সমাজ গড়ে তোলার প্রতিষ্ঠান।এম. এস. সুমান্ত্রার এই উদ্যোগকে আমি বিশেষভাবে প্রশংসা করি, কারণ এমন সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সংবেদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের উচিত নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা, অন্যদেরও সচেতন করা, এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হিসেবে কাজ করা। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সবসময়ই শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে।বক্তারা থাইরয়েড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং চিকিৎসা সম্পর্কিত নানা বিষয় তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।