বিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘ঈড়হাবৎমবহপব ধহফ উরাবৎমবহপব নবঃবিবহ ঈড়ৎঢ়ড়ৎধঃব জবংবধৎপয ধহফ অপধফবসরপ জবংবধৎপয্থ শীর্ষক সেমিনার বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চবি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর আবু মোহাম্মদ আতিকুর রহমান। কী নোট স্পীকার ছিলেন চবি একাউন্টিং বিভাগের প্রফেসর ড. আইয়ুব ইসলাম। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নওরিন আফরীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক রোজিনা আকতার।

প্রধান অতিথি বলেন, পেশাগত জীবনে আমরা নিজেকে একজন দক্ষ পেশাজীবি হিসেবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। কিন্তু শিক্ষাক্ষেত্রে ভালো রেজাল্টের পাশাপাশি কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চাই পরিপূর্ণ জ্ঞান ও দক্ষতা। সেই নিরিখে প্রত্যেকটি ক্ষেত্রে গবেষনায় শিক্ষার্থীদের নিজেকে অন্তর্ভূক্ত করতে হবে, গবেষনালব্ধ নতুন নতুন আইডিয়া দেশ ও জাতির জন্য সুফল বয়ে আনতে পারে। কী নোট স্পীকার বলেন, একটি দেশের জনগণ শুধু শিক্ষিত হলে সে দেশের সামগ্রিক উন্নয়ন হবে না, বরং সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চাই দক্ষ মানবসম্পদ। দক্ষ মানবসম্পদই করতে পারে সে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন। আমরা যদি কর্পোরেট রিসার্চ এবং একাডেমিক রিসার্চে সম্মিলন তৈরী করতে পারি তাহলে সার্বিক সফলতা আসবে। সেমিনার থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের একজন দক্ষ মানব সম্পদ কর্মী হিসেবে তৈরী করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআটককৃত সেনাকর্মীদের মুক্তি দিতে হবে
পরবর্তী নিবন্ধপ্রতিটি স্কুল, পাড়া মহল্লায় স্কাউট আন্দোলন জোরদারের আহ্বান