বিজিসি ট্রাস্ট ভার্সিটি ইংরেজি বিভাগে শেক্সপিয়র ডে পালিত

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে শেক্সপিয়র ডে বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আর্ট্‌স বিভাগের ডীন প্রফেসর ড. মোহিত উল আলম, ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, ট্রেজারার ইনচার্জ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ, অনুষ্ঠানের আহ্বায়ক ইংরেজী বিভগের অধ্যাপক প্রফেসর শ্বাশতী দাশ। বিভাগের শিক্ষক জেবুন নাহার এবং শিক্ষার্থী সাদিয়া ইসলাম ও মারুফুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানমালায় শেক্সপিয়র এন্ড মানি: এ ইকোনোমিক এনালাইসিস শীর্ষক সেমিনারে কী নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহিত উল আলম। পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ছাত্রী জান্নাত রিয়া চ্যাম্পিয়ন ও মেহেরুন্নেছা রানার আপ, সনেটে আয়শা সালমা রুমা এবং ফাহমিদা হাশেম চ্যাম্পিয়ন, পোষ্টার প্রেজেন্টাশন প্রতিযোগিতায় হাউজ অব এ্যাপোলো চ্যাম্পিয়ন এবং হাউজ অব এথিনা রানার আপ, শেক্সপিয়ারের বিভিন্ন নাটকের চরিত্রে অভিনয় করে প্রত্যয় বড়ুয়া প্রথম, দিপান্বিতা দাশ দোলা দ্বিতীয়, আয়শা সালমা রুমা তৃতীয় স্থান অধিকার করে।কুইজ প্রতিযোগিতায় হাউজ অব এথিনা চ্যাম্পিয়ন এবং হাউজ অব এ্যাপোলো রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ৩০০ কৃষককে আউশ প্রণোদনা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার চার