বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৪০ তম সিন্ডিকেট সভা উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম আওরঙ্গজেবের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি বেলায়েত হোসেন তালুকদার, বিজিসি ট্রাস্ট বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হাসনাইন আহমেদ আফরিন, উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের প্রাক্তন ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. সালামত উল্লাহ ভুইঁয়া, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ট্রেজারার প্রফেসর এ. এন. এম. ইউসুফ চৌধুরী, প্রফেসর এবিএম আবু নোমান, প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দীন, মো. খালেদ বিন চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড.এস.এম শোয়েভ। সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী, অর্থ কমিটির সভার কার্যবিবরণী, বিভিন্ন বিভাগে শিক্ষক–কর্মকর্তা নিয়োগ বিষয়ক সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক বিষয়ক সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।