বিজিসি ট্রাস্ট ভার্সিটির ফার্মেসি বিভাগের কর্মশালা

| বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘ওয়ার্কশপ অন প্রফেশনাল সিভি রাইটিং’ শীর্ষক এক কর্মশালা গত ২৯ আগস্ট আইকিউএসি মিলনায়তনে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব।ফ্যাসিলিটেটর ছিলেন এলবিয়ন ল্যাবরেটরিজের মার্কেটিং ও সেল্‌স জেনারেল ম্যানেজার মো. শরিফুর রহমান। বিভাগের শিক্ষিকা অগ্নীলা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জুয়েল মল্লিক এবং শিক্ষক মো. মুরাদুর রহমান।

প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিযোগিতাশীল এই বিশ্বে ছাত্রছাত্রীদের একজন দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরী করার লক্ষ্যে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং এর আয়োজন করে থাকে। সেই নিরিখে আজকের এই ওয়ার্কশপ আপনাদের ভবিষ্যৎ কর্মজীবন শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্যাসিলিটেটর বলেন, একটি প্রতিষ্ঠান যখন কোন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেয় বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন অনেক যোগ্য প্রার্থী নিজেদের আবেদন পেশ করেন। সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান সকল প্রার্থীকে সাক্ষাতকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করেন না, তাদেরকেই নির্বাচিত করেন যাদের প্রদানকৃত বায়োডাটা সুন্দর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সঠিক তথ্য নির্ভর। তাই আপনার তৈরিকৃত বায়োডাটাটি যাতে সুন্দর হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। কর্মশালায় বিভাগের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধফরম পূরণে অভিভাবক হিসেবে লেখা যাবে মায়ের নাম