বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ফার্মাসী বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে বিভাগের চেয়ারম্যান ড. অনিন্দ্য কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ কামরুল হোসাইন। সম্মানিত অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, রাজিব ভৌমিক। বক্তব্য রাখেন প্রফেসর ড. জাহেদ হোসেন, অধ্যাপক প্রফেসর ড. হযরত আলী মিয়া, ওমর ফারুক রবীন, শিক্ষক মাইকেল দত্ত। বিদায়ী এবং নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইসতিয়াক মাহিন, মিনহাজুল ইসলাম, সাদিয়া ইবনা। ভুবন দাশ তরী ও শ্যামা দত্ত কথার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, সৌমেন চক্রবর্তী, প্রফেসর মো. আবদুল হান্নান, প্রফেসর মো. ইমরান চৌধুরী, প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, শিক্ষক জাহেদ বিন রহিম, ড. তালহা বিন ইমরান, জয়শ্রী দাশ, জুয়েল মল্লিক, শারমিন আকতার, প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।







