বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের প্রফেসর ড. মোহিত উল আলম।
সম্মানিত অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান। ইংরেজী বিভাগের শিক্ষক জেবুন নাহার ও ইংরেজী বিভাগের ছাত্রী সাদিয়া সুলতানা আসফী, সাদিয়া জামানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের শিক্ষক মাহমুদা আক্তার। বিদায়ী এবং নবাগত ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সাকিবুল ইসলাম, ফাহমিদা হাশেম ও সাদিয়া ইসলাম।উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. নারায়ন বৈদ্য, অধ্যাপক প্রফেসর শাশ্বতী দাশ, প্রফেসর ড. মো. সরওয়ার উদ্দিন, ড. অনিন্দ্য কুমার নাথ, প্রফেসর মো. সালাহউদ্দিন চৌধুরী, প্রফেসর মো. আবদুল হান্নান, প্রফেসর মো. ইমরান চৌধুরী, প্রক্টর ড. মো. জিয়া উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, শিক্ষক জিনুফার ইয়াসমিন, তানজিন সুলতানা, রিনি দত্ত, মাহামুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সময়ের সাথে সাথে পৃথিবী এখন অনেক বেশী প্রতিযোগিতাময়। পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজী মাধ্যম অনেক বেশী সমাদৃত তাই স্বাভাবিকভাবে প্রতিটি ক্ষেত্রে ইংরেজী সাহিত্যের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অনেক বেশী এগিয়ে থাকে। ভাষা সাহিত্যের পাশাপাশি পৃথিবী এখন বেশী প্রযুক্তি নির্ভর, তাই প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আপনাদের প্রযুক্তির সাথে সংযোগ স্থাপন করতে হবে।
ইংরেজী বিভাগের ছাত্র-ছত্রীরা আগামী দিনে কর্মক্ষেত্রে নিজেদের কর্মদক্ষতার পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। বিশেষ অতিথি ড. মোহিত উল আলম বলেন, ইংরেজী সাহিত্যের শিক্ষার্থীদের শুধু পড়ালেখা করে সার্টিফিকেট নির্ভর ডিগ্রী অর্জন করলে হবে না, তাদের পৃথিবী সম্বন্ধে অনেক বেশী জানতে হবে আভিধানিক শিক্ষার পাশাপাশি অনেক বেশী জ্ঞান অর্জন করতে হবে। একটি উন্নত শক্তিশালী দেশ গঠনে ইংরেজী বিভাগরে ছাত্র-ছাত্রীদের অনন্য ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।।