বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রকল্পের আওতায় বি জি সি ট্রাস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের অধীন ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকদের জন্য ‘টিম বিল্ডিং অ্যান্ড এস এ এক্সারসাইজ ’শীর্ষক এক কর্মশালা সম্প্রতি কনফারেন্স রুমে ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী ।
বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অজিত কুমার দাশ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. নুরুল হুদা সিকদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার , অধ্যাপক রানা করণ এবং আইকিএসির পরিচালক সৌমেন চক্রবর্তী।
প্রধান অতিথি বলেন যে কোন কাজ সুচারুরূপে সম্পাদনে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রাক ধারনা থাকা আবশ্যক। তাই সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব অপরিসীম।
এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের উৎকর্ষতা সাধনের পাশাপাশি কিভাবে আরো মানসম্মত শিক্ষা প্রদান করা যায় সে সম্বন্ধে দিক নির্দেশনা পাবে। পরবর্তীতে ব্যবসায় প্রশাসন অনুষদের কো অর্ডিনেটর প্রধান ড. মো. সরওয়ার উদ্দীন ও সৌমেন চক্রবতী সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তি ।