বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর এইচআরডি, রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগের এক সেমিনার সেন্টার ফর এইচআরডি, রিসার্চ এন্ড পাবলিকেশনের পরিচালক অধ্যাপক ড. তালহা বিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বক্তব্য রাখেন ড. মো. জিয়া উদ্দিন।
আলোচক হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন নরওয়ের কমিউনিটি ফার্মাসিষ্ট এস.এম রাব্বি হোসাইন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেঙাস রিউ গ্র্যান্ড ভ্যালির হেলথ অব বায়ো মেডিকেল সায়েন্স এর রিসার্চ এ্যাসিসটেন্ট অর্কজ্যোতি পাল।উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ফার্মেসী বিভাগের শিক্ষক মো. জাহেদ বিন রহিম, মাইকেল দত্ত, আনোয়ারা জেনী, জুয়েল মল্লিক, শারমিন আক্তার প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমাদের দেশে উচ্চ শিক্ষা গ্রহনের সুবিধা উন্নত বিশ্বের তুলনায় খুবই কম। তাই আপনাদের জানতে হবে উন্নত বিশ্বের বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করার ক্ষেত্রে কি কি সুবিধা বিদ্যমান, কোন কোন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য কি কি যোগ্যতা আপনার থাকেেত হবে এবং উচ্চ শিক্ষা গ্রহণে কি কি স্কলারশীপ প্রদান করা হয়। ইতোমধ্যে আপনারা জেনেছেন এই বিশ্ববিদ্যালয় আপনাদের বিভাগের অনেক ছাত্র-ছাত্রী বিভিন্ন দেশে ক্যারিয়ার গঠনে এবং রিসার্চ কাজে নিয়োজিত আছেন এবং আজকের সেমিনারে স্পিকার হিসেবে তাদের দু’জন আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি মনে করি আজকের এই সেমিনারের আয়োজন তখনি সফল এবং সার্থক হবে যখন আপনারা এই সেমিনার থেকে কিছু শিখতে এবং জানতে পারবেন। তিনি সেমিনার আয়োজন করার জন্য ইউনিভার্সিটির সেন্টার ফর এইচআরডি, রিসার্চ এন্ড পাবলিকেশন বিভাগকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।