বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বিজিসি ট্রাস্ট ভার্সিটির প্রত্যেক শিক্ষার্থীদের শতভাগ অনলাইন শিক্ষা কার্যক্রম অংশ গ্রহণের লক্ষ্যে সাশ্রয়ী মূল্যে রবির ডাটাপ্যাক পবে। বিজিসি ট্রাস্টের পক্ষে রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার এবং রবির পক্ষে জেনারেল ম্যানেজার (কর্পোরেট সেলস্) আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষর করেন।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিজিসি ট্রাস্টের ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, রবি আজিয়াটা লিমিটেড এর ম্যানেজার আবদুল্লাহ্ আল মামুন, বিজিসি ট্রাস্টের আইটি অফিসার হাসান ইকবাল। এর ফলে রবি বিজিসি ট্রাস্টের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীদের প্রতিমাসে ১৯৯ টাকায় ৩০ জিবি ডাটাপ্যাক প্রদান করবে। উক্ত ডাটাপ্যাক সুবিধা গ্রহণের জন্য সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের তাদের তথ্য সমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এবং ফেসবুক পেইজে গুগল ফরমে পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।