বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাতে শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রতিবেদনের ধারণা, ব্রেইনস্টর্মিং সেশন, প্রশ্নোত্তর পর্ব এবং অংশগ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ‘স্টোরিটেলিং রিডিফাইন্ড : এক্সপ্লোরিং মাল্টিমিডিয়া জার্নালিজম’-শীর্ষক এই কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ. এফ. এম. আওরঙ্গজেব এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।
দিনব্যাপী এই কর্মশালার প্রশিক্ষক ছিলেন ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার হেড অব মাল্টিমিডিয়া মজুমদার বাবু। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৭০ জন শিক্ষার্থী এই কর্মশালার অংশগ্রহণ করেন।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক তাসনুভা তাহসিনের সঞ্চলনায় কর্মশালায় স্বাগত বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক প্রভাষক মুহাম্মদ নঈম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অতিথি শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর সরওয়ার কামাল, প্রভাষক মোহাম্মদ নকিব।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব বলেন, ‘সাংবাদিকতা পেশায় উৎকর্ষতা অর্জনে জ্ঞানার্জনের বিকল্প নেই। এখন গণমাধ্যমের বৈচিত্র্যময় সংস্করণ এসেছে। এই প্রতিযোগিতার বাজারে ঠিকতে হলে দক্ষতা অর্জন করতে হবে। আর সাংবাদিকতার শিক্ষার্থীকে ছাত্রাবস্থা থেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এমন কর্মশালার গুরুত্ব অপরিসীম।’
পরিবার ও রাষ্ট্রের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের সুশৃঙ্খল এবং দক্ষ সুনাগরিক হিসেবে তৈরি হওয়ার আহ্বান জাানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।
কর্মশালার প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক মজুমদার বাবু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাল্টিমিডিয়া জার্নালিজম প্রচলিত সাংবাদিকতার ধারণার থেকে ব্যতিক্রম এবং আকর্ষণীয়। এখানে দক্ষ সাংবাদিকদের বিপুল চাহিদা। নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন প্রতিষ্ঠানগুলো আপনাদের লুফে নেয়।’
শিক্ষার্থীদের তিনি বলেন, ‘কাজ করতে হলে আগে পড়তে হবে, সব বিষয়ের উপর ধারণা রাখতে হবে। চিন্তায় দূরদর্শী হোন, পরিশ্রম করে নিজেকে এসেট হিসেবে তৈরি করুন। আপনাকে সবাই খুঁজে বেড়াবে।’
কর্মশালায় শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া জার্নালিজমের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির উপায় ও তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে কাজ শেখা/ কাজ করার সুযোগ প্রদানের কথা বলেন পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগীয় প্রধান মজুমদার বাবু।
দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের পাশে থাকায় দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ প্রদান করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব ও অন্যান্য অতিথিবৃন্দ।